
শামুক–ঝিনুক নিধন রোধ অভিযানে চার নৌকা জব্দ, আটক ৮
বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়। কঞ্চির খাল এলাকায় শামুক–ঝিনুক আহরণে ব্যবহৃত চারটি নৌকা পেলে সেখান থেকে আটজনকে আটক করা হয়।























