স্থানীয় লক্ষাধিক মানুষসহ বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকরাও এই পথ ব্যবহার করেই নিলাদ্রী লেক, বারেকের টিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটন এলাকা উপভোগ করতে যান। বেহাল সড়কে মোটরসাইকেল দিয়ে কোনো যাতায়াত করলেও তারা চরম দুর্ভোগে পড়েন এই নদী পারাপারের সময়।
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে সুরমা নদীর ওপর সেতু না থাকায় অর্ধশতাধিক গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বহুবার সেতু নির্মাণের দাবি উঠলেও এখনো বাস্তবায়ন হয়নি।
ভূমিকম্পে গত শুক্রবার একটু নাড়া দিয়েছে। যেকোনো সময় আবার নাড়া দিতে পারে। কারণ ঢাকার পাশে মাধবদী, মধুপুর ফল্ট এবং নোয়াখালী থেকে ঢাকা হয়ে সিলেট পর্যন্ত আরেকটি ফল্ট (চ্যুতি) রয়েছে। এগুলো এতদিন সুপ্ত ছিল। রাজধানীর আশপাশে আগেই ফল্ট ছিল। প্রায় একযুগ আগে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এ নিয়