হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবদল কর্মীকে মারধর, ফাঁকা গুলি করে পালাল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ পারভেজ (৩৫) নামে এক যুবদল কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজির দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের শাহাদুল্লাহ কাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা যায়, দুর্বৃত্তরা তাকে রামদার উল্টো অংশ দিয়ে পেটানোর পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে দিঘির পাড়ে তারা গুলির শব্দ শুনতে পান। পরে দেখেন, একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করে পালাচ্ছে। এ সময় দিঘির পাড়ে পারভেজের মোটরসাইকেল পাওয়া যায়। এর কিছু দূরেই পারভেজকে আহত অবস্থায় দেখতে পান তারা। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, তার শরীরের বিভিন্ন অংশে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুস সবুর বলেন, আহত পারভেজ যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তাকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির প্রমাণ পাওয়া যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন সাবেক এপিএস মতিন খান

অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক পলাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির ৭ দিনের কর্মসূচি

খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ‘জিয়াবাড়ি’তে অপূরণীয় শূন্যতা

চট্টগ্রাম কাস্টমসে এবার রাজস্ব আদায়ের টার্গেট এক লাখ কোটি টাকা

খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামে বিএনপির শোক মিছিল