আমার দেশ মতবিনিময় সভায় বার্তা সম্পাদক
আমার দেশ-এর পটুয়াখালী জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সমুদ্র সৈকত কুয়াকাটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ। পটুয়াখালী জেলা প্রতিনিধি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান, দুমকী প্রতিনিধি কামাল হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি মো. শামসুল হক, দশমিনা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিক, রাঙ্গাবালী প্রতিনিধি মো. ফয়সাল ও কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন আমার দেশ সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান।
প্রধান অতিথি নিকুঞ্জ বালা পলাশ প্রতিনিধিদের জনগুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান। পাশাপাশি পত্রিকাটির সার্কুলেশন বাড়ানোর জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সভায় উপস্থিত প্রতিনিধিরা আগামী এক মাসের মধ্যে বর্তমান সার্কুলেশনের দ্বিগুণ করার বিষয়ে আশ্বস্ত করেন।