হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

উপজেলা প্রতিনিধি,পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানা যায়।

পানছড়ি থানা সূত্রে জানায়, আটককৃত ৩ জন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০)ও লাল মান জুয়ালা'র ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।

সূত্র আরও জানায়, গত ৬ ডিসেম্বর শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের, ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার, চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামে যায়। সেখান থেকে আজ আবার ভারতে চোরাপথে গমন করছিল।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গমন করে সেখানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছে। তার পিতা মাতা বাংলাদেশের নাগরিক। তার বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য রাঙ্গামাটি মা বাবার নিকট হতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস কুমার রিয়াং, তরসেন রিয়াংকে সাথে নিয়ে বাংলাদেশে চোরাপথে প্রবেশ করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

মির্জাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল তরুণের

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

খানসামা মডেল প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম