হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশ, সাংবাদিক ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে গজারিয়া স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ করে ১০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছে ৯৪ ভরি, স্বর্ণ বিক্রি ১৩ লাখ ৫০ হাজার নগদ টাকা, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, পুলিশের ৩সেট পোশাকসহ ৭টি মোবাইল ফোন, এটিএম কার্ড উদ্বার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশে কর্মরত বিশেষ শাখার (এসবি) ১ জন সাব ইনস্পেকটর, বেসরকারি টেলিভিশন মাইটিভির ঢাকার শাহ আলী থানা প্রতিনিধি এবং মানিকগঞ্জ জেলার কৃষকলীগের নেতা রমজান আলী, ডাকাতির স্বর্ণ ক্রেতা ইসলাম জুয়েলার্সের মালিক মো. ইসমাইল হোসেন ও মাইক্রোবাস ড্রাইভার মো. জাকির হোসেন।

বুধবার রাতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান

তিনি জানান, গত ৭ ডিসেম্বর বিকেলে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই বিজয় দাস এবং অজয় দাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গজারিয়া থেকে পুলিশের পোশাক পরিহিতি ৩ জনসহ ৫ জনের ডাকাত দল তাদের নামে মাদকের মামলা আছে এই অজুহাতে হাতকড়া পড়িয়ে অন্যান্য যাত্রীদের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে একটি নোয়া মাইক্রোবাসে তুলে বেদম মারপিট ও ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল, ২টি এটএম কার্ড এবং ১টি এনআইড ডাকাতি করে নিয়ে যায়। পরে তাদেরকে হাত-পা অবস্থায় তাদের গাজীপুর জেলার কালিগঞ্জ নামিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে।

এ ঘটনায় গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাকি স্বর্ণসহ অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিএনপি-জামায়াতের

নানা সংকটে কুমিল্লায় মুখ থুবড়ে পড়েছে রেশম উৎপাদন

মনোনয়ন ঘোষণার পর বিএনপিতে বিভক্তি

রাউজানে রাবার বাগানের গাছ কেটে সাবাড় করছে বালুখেকোরা

বিএনপির আসন পুনরুদ্ধারের চেষ্টা, নতুন ইতিহাস গড়তে চায় জামায়াত

ন্যায্য দামে সার মিলছে না নড়াইলে

দখল-দূষণে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের তিন নদী

স্থানীয় বিএনপিতে অস্বস্তি

বিএনপিতে প্রার্থী নিয়ে জটিলতা ঐক্যবদ্ধ প্রচারে জামায়াত

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প