হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে বরই চাষে সফলতা

আজিম উদ্দিন খান, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহনের বরই চাষে সফলতা লাভ করেছেন যুবক মোহাম্মদ হোসেন। গত পাঁচ বছর ধরে বাড়ির আঙিনায় বিভিন্ন জাতের বরই চাষ করছেন তিনি। এ মৌসুমে তার বাগানে সর্বোচ্চ বরইয়ের ফলন হয়েছে।

জানা গেছে, লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার হাজি জালাল আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন বাড়ির আঙিনার ১৬০ শতাংশ জায়গাজুড়ে বরইয়ের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ বছর প্রায় ১৬ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। বর্তমানে তার বাগানে রয়েছে চার জাতের বরই। বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে বরই। এরইমধ্যে তার কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন এলাকার প্রায় ১৬ জন চাষি বরইয়ের চাষ শুরু করেছেন। তাদের বাগান প্রস্তুত ও গাছ লাগানোসহ বিভিন্ন পরামর্শ এবং নিজে গিয়ে হাতে-কলমে শিখিয়ে দিয়েছেন তিনি। 

বরই চাষি যুবক মোহাম্মদ হোসেন জানান, গত পাঁচ বছর ধরে আমি এ খামারটি করেছি। পাঁচ বছর পূর্বে শুরুতে আমাদের পতিত এক একর জায়গায় বরই গাছ দিয়ে শুরু করি। বরইতে ভালো লাভ হওয়ায় প্রতি বছর জায়গা ও গাছ বাড়াতে থাকি। বর্তমানে ১৬০ শতাংশ জমিতে বরইয়ের চাষ করেছি। এ বছর দিনাজপুরের হাজি দানেশ কৃষি ইউনিভার্সিটির নার্সারি থেকে পরামর্শ নিয়ে বল সুন্দরী, থাই আপেল কুল, চায়না টক-মিষ্টি কুল ও ভারত সুন্দরী জাতের বরইয়ের চারা এনে রোপণ করি। বর্তমানে আমার বাগানে ১৬০ শতাংশ জমিতে চারশ বরই গাছ রয়েছে।

এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় বরইয়ের ফলন বেশি ভালো হয়নি। তারপরও অন্যান্য চাষিদের তুলনায় আমার ফলন সবচেয়ে ভালো হয়েছে। এরমধ্যে ২ হাজার কেজি চায়না টক-মিষ্টি কুল প্রায় আড়াই লাখ টাকার বরই বিক্রি করেছি। প্রতি কেজি বরই পাইকারি ১৩০ টাকা এবং খুচরা ১৫০ টাকা করে বিক্রি করছি। বিভিন্ন এলাকার মানুষ ও পাইকাররা আমার খামার থেকেই বরই কিনে নিয়ে যাচ্ছে। বর্তমানে গাছগুলোতে যে পরিমাণ ফলন রয়েছে তাতে শেষ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকার বরই বিক্রি করতে পারব ইনশাআল্লাহ। আমার বরই বাগান দেখে ইতোমধ্যে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ১৬ জন চাষি বরইয়ের চাষ শুরু করেছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন বলেন, হোসেন নামের ওই চাষি প্রতি বছর বরইয়ের ভালো ফলন পাচ্ছেন। তিনি সম্পূর্ণ হাইজানিক পদ্ধতিতে বরই চাষ করছেন। ওনার বরইগুলো খুবই রসালো এবং মিষ্টি। আমরা কয়েকবার ওই বাগান পরিদর্শন করেছি। এ বছরও ফলন খুব ভালো হয়েছে। এছাড়া বাণিজ্যিকভাবে নতুন করে কেউ বরই বাগান করতে আগ্রহী হলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে: আদিল রহমান খান

১৬ ঘণ্টা পর বাড়ি ফিরলেন যমুনায় আটকা পড়া ৪৭ বরযাত্রী

চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১০ কর্মী

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় গ্রেপ্তার ইন্দুরকানী যুবলীগের সভাপতি

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১ আহত ৩

মৃদু শৈত্যপ্রবাহে কাবু চুয়াডাঙ্গা, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কেবিন বয় নিহত