হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাওর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

ছবি: আমার দেশ।

নেত্রকোণার মদনে হাওর থেকে শাওন নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের যতীন্দ্রগঞ্জ বাজারের পাশের হাওরের কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাওন মদন পৌর শহরের তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছিলেন। বার্ষিক পরীক্ষা শেষে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে সোমবার সকালে কৃষি জমি থেকে শাওনের লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, খবর পেয়ে কৃষি জমি থেকে শাওন নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে, ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী

‘কিলার বেনজীরের’ ক্যাশিয়ার জসিম-ই এখন বিএনপির কান্ডারি

জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির মঞ্জুর মনোনয়নপত্র জমা

ভাঙ্গায় আ. লীগের সাংগঠনিক সম্পাদকের বিএনপিতে যোগদান

বগুড়া-৭: খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়ন জমা দিলেন মিল্টন

ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আজম খান

বন্ধ হয়ে যাচ্ছে বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র