মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জিতেন দাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।
অভিযানের সময় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন আমার দেশকে বলেন, কৃষিজমির উর্বরতা বিনষ্ট করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।