মেঘনায় দুর্ঘটনায়
চাঁদপুরের মেঘনা নদীতে একাধিক যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সভায় যোগ দিয়ে ঝালকাঠির নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার- ৯ নামক লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের সাথে ঢাকা থেকে ঝালকাঠীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার- ৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার- ৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ।
একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন- ১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত দুজন হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আমার দেশকে বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার- ৯, সুন্দরবন ১৬ এবং এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।