হোম > সারা দেশ > সিলেট

প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই: অলিউল্লাহ নোমান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট উপজেলা) আসনে সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, বাংলাদেশে আর কোনো দুর্নীতি শাসন দেখতে চাই না। আমরা দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল দেখতে চাই। আমরা চাঁদাবাজ দল দেখতে চাই না।

বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল শেষে পথসভায় এসব কথ বলেন তিনি।

তিনি বলেন, আমি মাধবপুর উপজেলা প্রশাসনকে আগেও বলেছি, এখনো বলছি আপনি রাষ্ট্রীয় সম্পদের জিম্মাদার, চব্বিশের ৫ আগস্টের পর থেকে উপজেলা প্রশাসনে যত সরকারি বরাদ্দ এসেছে সেই বরাদ্দ কোথায় ব্যয় হয়েছে, কার মাধ্যমে ব্যয় হয়েছে, সেটা আমরা জানতে চাই। উপজেলা নির্বাহী অফিসারের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি আগামী এক সপ্তাহের মধ্যে বরাদ্দগুলো প্রকাশ করতে হবে, নতুবা কি করতে হবে আমরা সেটা জানি। প্রয়োজনে আমরা এই ব্যবস্থা নিবো ইনশাললাহ।

নোমান বলেন, আমরা মামলাবাজ দল দেখতে চাই না। এমন হয়েছে ঘটনা ঘটেছে সাভার মামলার আসামি আমার এলাকার মানুষ। ঘটনা ঘটেছে যাত্রাবাড়ি মামলায় মাধবপুর-চুনারুঘাটের মানুষ আসামি এটা হতে পারে না এটা অন্যায়। এই ধরণের মামলাবাজদের আমরা ভোট দিতে চাই না।

তিনি বলেন, আমরা ৫৪ বছর দেখেছি, বিভিন্ন রকমের দল ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো সরকারই আমাদের দেশে দুর্নীতিমুক্ত শাসন উপহার দিতে পারেনি বরং প্রতিটি সরকারের সময় দুর্নীতি বেড়েছে। দুর্নীতিতে বাংলাদেশ একের পর এক চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা এমন একটি দলকে ক্ষমতায় দেখতে চাই যে দল ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে। দেশে ন্যয় বিচার প্রতিষ্টিত হবে। প্রশাসন দুর্নীতি মুক্ত হবে। প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে।

ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

মির্জাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল তরুণের

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

খানসামা মডেল প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম