রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সোহরাব আলী (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোহরাব আলী বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুক শাহাবাজ গ্রামের বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে এবং মোছা. মনজিলা বেগমের স্বামী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের নির্দেশে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এসআই শাহনূরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর কাউনিয়া থানা পুলিশ।