জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, জামায়াতকে ভোট দেয়া যাবে না। কারণ তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে। হিন্দু ভাইদের প্রতি বলছি, আপনারা আমার ভাই। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। কিন্তু জামায়াতের ফাঁদে পা দিবেন না।
শুক্রবার বিকেলে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় আয়োজিত নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমাকে যদি আপনারা সংসদে পাঠান, তাহলে আমি আপনাদের নাগরিক সকল সুবিধা আদায় করে আনবো। আমার নির্বাচনী এলাকায় জলাদ্ধতা থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার কাজ।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জলাবদ্ধতা মুক্ত নিরাপদ বাসযোগ্য আধুনিক নারায়ণগঞ্জ-৪ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কাসেমী পরিষদ কাশীপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখা এ সভার আয়োজন করে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
কাসেমী আরো বলেন, দুর্নীতিমুক্ত নাগরিক সুবিধার নিশ্চিত করতে আমার পক্ষে এসে দাঁড়ান। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। দোয়ার চাইতে বড় শক্তি পৃথিবীতে নাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, যুবনেতা মো. মোশারফ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, কাশীপুর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ মো. হানজালা প্রমুখ।