হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনি সমন্বয়ক মুন্সি রফিকুল আলম, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন।

একই আসন থেকে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,এম এ খালেক, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমূখ।

খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষেই আমরা কাজ করছি।’

এই আসনে বিকল্প প্রার্থী ঠিক করে রাখা হয়েছে বলে জানান খালেদা জিয়ার মনোনয়ন জমা দিতে আসা দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে তিনি ভোট করতে না পারেন তখন বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তাঁর পক্ষে প্রচার–প্রচারণা চলমান রয়েছে ।’

এর আগে, ২১ ডিসেম্বর বিকেলে ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে বিএনপির নেতারা।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, এ আসনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাঙ্গায় আ. লীগের সাংগঠনিক সম্পাদকের বিএনপিতে যোগদান

বগুড়া-৭: খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়ন জমা দিলেন মিল্টন

ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আজম খান

বন্ধ হয়ে যাচ্ছে বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

গাইবান্ধা-৫ আসনে বিএনপি প্রার্থী ফারুক আলমের মনোনয়নপত্র দাখিল

হাওর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে