দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে উমর ফারুক (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পারহরিনা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত উমর ফারুক ওই গ্রামের সোহাগের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিশুটির মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মায়ের মৃত্যুর পর শিশুটি পরিবারের অন্য সদস্যদের তত্ত্বাবধানে ছিল।
ঘটনার সময় শিশুটির দাদি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন এবং শিশুটি বাড়ির আঙিনায় একা খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কাজ শেষে নাতিকে খুঁজে না পেয়ে দাদি চিৎকার শুরু করলে শিশুটির বাবা সোহাগ ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন।
পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত উপজেলার দলারদরগা কে, এইচ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।