হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের

পরামর্শ সভায় দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রাম ব্যুরো

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

গতকাল বুধবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত প্রাক-নির্বাচনি আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সে আস্থা ফিরিয়ে আনতে হলে কমিশনকে প্রমাণ করতে হবেÑতারা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম।

দেশের মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র ও সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার মাধ্যমে এ সংকট কাটিয়ে ওঠা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় বক্তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণে ইতিবাচক পরিবর্তন, সামাজিক মূল্যবোধের পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।

ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

মির্জাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল তরুণের

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

খানসামা মডেল প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম