হোম > সারা দেশ > রাজশাহী

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে বগুড়া

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলীতে ‘জিয়া বাড়ি’র সামনে পবিত্র আল কোরআন তেলাওয়াত করা হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার সব কটি থানা, উপজেলা শহর-গ্রামে। সকাল বেলা খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতারা বসেছে শোক পালন করতে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ হাজার-হাজার নেতাকর্মী এই মৃহূর্তে দলীয় কার্যালয়ে জড়ো হয়েছেন।

গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো বেগম খালেদা জিয়া আসবে না। তার মৃত্যুর খবরে গাবতলীবাসী গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো গাবতলী উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। অনেক মসজিদ ও মাদ্রাসায় তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন, বাংলাদেশ একজন অভিভাবককে হারাল। তিনি শুধু গাবতলীর নন, পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ আজ অভিভাবকশূন্য হয়ে পড়েছে।

শোকাহত গাবতলীর সর্বস্তরের মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তার মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারাল। দেশপ্রেম, ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করে এবং সবার কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এছাড়া সারিয়াকান্দি- সোনাতলা কাজী রফিক,নন্দীগ্রাম - কাহলুর সাবেক এমপি মো:মোশারফ হোসেন।শেরপুর -ধনুট গোলাম মোহাম্মদ সিরাজ, দুপচাঁচিয়া-আদমদীঘির আব্দুল মুহিত তালুকদার।

শোকের জন্য দলীয় অবস্থান করছেন। সাত দিনের কর্মসূচি তারা যথাযথভাবে পালন করবে এনিয়ে সব ইডিট গুলোতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

দৌলতপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে মসজিদে দোয়া

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন সাবেক এপিএস মতিন খান

অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক পলাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির ৭ দিনের কর্মসূচি