হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

জেলা প্রতিনিধি, কক্সবাজার

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন। ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী ‘এমভি আটলান্টিক’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

দুর্ঘটনাকবলিত আটলান্টিক এবং ‘এলসিটি কাজল’ নামের আরেক জাহাজে করে মোট ১৯৪ জন যাত্রীর সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শতাধিক যাত্রীকে অন্য জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, কেয়ারি সিন্দবাদ ও বে ক্রুজে স্থানান্তর করা হয়।

আটলান্টিক বে ক্রোজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, যাত্রী পরিবহনের জন্য নোঙ্গর থেকে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

দায়িত্বরত ব্যক্তিরা জানান, বিশৃঙ্খলা এড়াতে শনিবার ভোরে যাত্রা করতে না পারা যাত্রীদের আগামীকাল রোববার সেন্টমার্টিন পাঠানোর ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউ ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের জন্য নির্ধারিত ভ্রমণ পাস চেকিং চলছিল। হঠাৎ করেই আটলান্টিক জাহাজে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময় সেখানে আরো তিনটি জাহাজ নোঙর করা ছিল।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১০ কর্মী

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় গ্রেপ্তার ইন্দুরকানী যুবলীগের সভাপতি

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১ আহত ৩

মৃদু শৈত্যপ্রবাহে কাবু চুয়াডাঙ্গা, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কেবিন বয় নিহত

দিক হারিয়ে পদ্মার চরে লঞ্চ, তিন ঘণ্টা পর শতাধিক যাত্রী উদ্ধার

১৫ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু