হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহন বাসের ধাক্কায় বাসের যাত্রী মার্চেন্ট নেভী সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মার্চেন্ট নেভীর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ১৭তম ব্যাচের ছাত্র নাফিজ আহমেদ অয়ন (১৬)। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের নুরুল আলমের সন্তান।

সাবেতুন নাহার (২৫) পিতা চাঁদগাঁও, চট্টগ্রাম, বাসের হেলপার মিন্টু মিয়া (৪৫) পিতা মৃত নয়া বেপারী, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা।

এ ছাড়া আহতদের উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মার্চেন্ট নেভীর সদস্য নাফিজ আহমেদ অয়ন ১০ দিনের ছুটি শেষে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন। বাসে উঠে ১০ কিলোমিটার না যেতেই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরী নিহত

ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স

ঘুমন্ত প্রশাসনের সুযোগে লালমাই পাহাড় লুট, আতঙ্কে স্থানীয়রা

অনিয়মের ‘মডেল’ কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

আড়াইহাজারে মাদক, টাকা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

সাগরপাড়ে ফুলের রাজ্য

শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ