হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রাতের আঁধারে আবারো রক্তাক্ত চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরে আবারো প্রকাশ্যে রক্ত ঝরলো। শুক্রবার রাত ১১টার দিকে থানার চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।

ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত, আর স্থানীয়রা বলছে-রাজনৈতিক প্রতিহিংসারই এই নির্মম পরিণতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। তখন হঠাৎ করে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওরা পরিকল্পিতভাবেই এসেছিল। এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে আমার দেশ-কে ফোনে জানান, রাত তখন ১১টার মতো। আকবর ভাই দোকান বন্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ করে দুইটা মোটরসাইকেল থামে, ৪-৫ জন নেমে ঝাঁপিয়ে পড়ে। সবাই মুখে মাস্ক পরা। কয়েক সেকেন্ডের মধ্যে ওরা কুপিয়ে চলে যায়। আমরা এগোতে পারিনি ভয়েই।

তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে অন্তত দুজনকে চিনতে পেরেছেন। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত-একজন সোহেল, অন্যজন কাশেম নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আকবর দীর্ঘদিন ধরে হালিশহর বাজারে কাঁচাপণ্যের ব্যবসা করতেন। সম্প্রতি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

একজন ব্যবসায়ী বলেন,আকবর ভাই রাজনীতি করতেন না, কিন্তু এলাকার রাজনীতির বলি হয়ে গেলেন। যারা এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়, তারাই ওকে টার্গেট করেছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হালিশহর থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ

ভালোবাসায় বদলে গিয়েছিল ‘সন্ত্রাসী’ বাবলার জীবন, কিন্তু গুলিতে থেমে গেল সব

সীতাকুণ্ডে কেন্দ্রের চাপিয়ে দেয়া মনোনয়ন তৃণমূলের প্রত্যাখ্যান

শতবর্ষ পেরিয়েও কর্মমুখর জীবন

বিএডিসি কর্মকর্তার হেফাজতে থাকা ৭৭০৭ বস্তা লুট

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান রোববার

সিলেটে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে র‌্যালি-সমাবেশ

ফরিদপুরে ৭ নভেম্বরের অনুষ্ঠানে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ-আগুন