হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পদ অনুসন্ধানে দুদকের অভিযান

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও সরকারি প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এবং তার পিএস চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মো. তাজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এছাড়া তাদের নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। যা নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করছে দুদক।
আব্দুল মমিন মন্ডল ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

সদরপুরে ‘ডেভিল হান্ট ফেইজ -২’ অপারেশনে আ.লীগ নেতা আটক

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

‘ড্যান্সিং স্টাইলে’ মোটরসাইকেল চালাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

কাউনিয়ায় মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে!

বাবার কবরের পাশে শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী শহীদ সবুজ

যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করা হবে

তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার