হোম > সারা দেশ > বরিশাল

আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আশাবাদী এনসিপি: হাসনাত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

এনপিসির দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে এনসিপি আশাবাদী।

শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সভা পরিবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসনাত।

তবে জোট বদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়োজন হলে সে ক্ষেত্রে কোন দলের সাথে তারা জোট বাঁধবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, সে ব্যাপারে সংস্কার আন্দোলনের পক্ষের শক্তির সাথে পর্যালোচনা চলছে।

তিনি আরো বলেন, এনসিপি যে অবস্থান নেয় দিন শেষে সবাই সে অবস্থানেই আসতে হয়। আর দিন শেষে ট্রফি যারা মাঠও তার। আর সে ট্রফি এনসিপি নিচ্ছে বলে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে হাসনাত বলেন, আমরা চাই সরকার নির্মোহ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা চাই দিন শেষে ভোট জিতবে গণতন্ত্র জিতবে। সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সহযোগীতার আশা করেন তিনি। বড় দু’দল ডিসি এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিকেল চারটায় এনসিপির জেলা পযায়ের তিন শতাধিক নেতারা এ সমন্বয় সভায় যোগ দেন। জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

সাঘাটায় ১১ ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই তবুও মিলেছে বিদ্যুৎ সংযোগ

১৫০০ রানার দৌড়ালেন কক্সবাজার ম্যারাথনে

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

নীলফামারীতে অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

লন্ডন গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী সরকারের সময় দলবাজি করে অনেক শিক্ষক চাকরি নিয়েছেন

সাপের ছোবলে মারা গেলেন কৃষক

ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩০