হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়নপত্র জমা দিলেন গুলিবিদ্ধ সেই বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৮ আসনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হওয়া বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন৷ তার মনোনয়নপত্র গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।

এ সময় এরশাদ উল্লাহ বলেন, নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়ন করা আমার অন্যতম ঈমানী দায়িত্ব হবে৷ কোনোভাবেই যেনো এটি আটকে না যায় সেদিকে আমি সদা সচেষ্ট থাকব। এছাড়াও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠনে আমি বিশেষ ভূমিকা রাখতে চাই। এগুলো নিয়ে আমার ইশতেহার প্রকাশ করা হবে।

তিনি বলেন, এই আসনে বোয়ালখালী উপজেলা অন্তর্ভুক্ত৷ আমি বোয়ালখালীর মানুষের দু:খগুলো দূর করতে চাই। কৃষি, কৃষকের স্বার্থ, ফসল উৎপাদনে সহজে যন্ত্রপাতি, সেচ, সার-কীটনাশকের ব্যবস্থা করব। সেইসাথে জলবায়ু পরিবর্তনে কাজ করব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা ও শিক্ষা, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করাই হবে আমার অন্যতম কাজ৷

তিনি আরো বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷ প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ অন্যথায় সুষ্ঠু ভোট হবে না৷ পলাতক স্বৈরাচারদের হাতে টাকা ও অবৈধ অস্ত্র দুটোই আছে। তারা চাইবে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বাধা দিতে, ভোটে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে৷ তাই আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীও গোয়েন্দা সংস্থাগুলোকে অত্যন্ত সজাগ থাকতে হবে।

এদিকে শেষদিন সোমবার চট্টগ্রাম- ১১ আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের শহীদুল আলম, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির আবু সুফিয়ান, জামায়াতের ডা. ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের ডা. আবু নাসের মনোনয়নপত্র দাখিল করেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ডা.জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

দৌলতপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে মসজিদে দোয়া

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন সাবেক এপিএস মতিন খান

অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক পলাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া