জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণামূলক সব ব্যানার-ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলামের নির্দেশনায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকেই উপজেলা পরিষদের মূল ফটকসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রচারণামূলক সামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতে সেক্রেটারি রেজাউল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় আমাদের প্রার্থীর সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেন, যুবনেতা নুর ইসলামসহ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগ নেওয়াকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।