পথসভায় আমির রুহুল আমিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির ও চুয়াডাঙ্গা (জীবননগর–দামুড়হুদা ও সদরের আংশিক)-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে নির্বাচনি ভোটযুদ্ধে অংশ নিয়েছে।
তিনি বলেন, বিগত ৫৪ বছরে দেশের মানুষ নিরাপদ জীবনযাপন ও ন্যূনতম ভাতের নিশ্চয়তা পায়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। দলটি ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার দর্শনা পৌরসভার মেমনগর, বাদ এশা ঈশ্বরচন্দ্রপুর চৌরাস্তা মোড় এবং রাত ৯টায় কালিদাসপুর দাসপাড়ায় যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. রুহুল আমিন আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি দাবি করেন, অতীতে কোনো সময়েই জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়ায়নি। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এলাকা গড়ে তুলতেই জামায়াত কাজ করতে চায়।
তিনি বলেন, এখানে কে মুসলিম, কে হিন্দু, কে কোন রাজনৈতিক দলের—তা মুখ্য নয়। দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করাই জামায়াতের লক্ষ্য। যেদিন দেশের সব মানুষ সুখী হবে, সেদিনই আমাদের পথচলা থামবে।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এর আগে বিকেল ৩টা থেকে নেহালপুর ইউনিয়নের সুকদিয়া, দোস্ত গ্রাম ও দোস্তের বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট আসাদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, দর্শনা পৌর জামায়াতের আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, পৌর নায়েবে আমির গোলজার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আজিজুল ইসলামসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।