হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি প্রার্থী শাহজাহানের সম্পদ জামায়াতের আনোয়ারীর চেয়ে ২১ গুণ বেশি

কক্সবাজার-৪

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া (কক্সবাজার)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে—এই আসনের প্রধান দুই প্রার্থী বিএনপির শাহজাহান চৌধুরী ও জামায়াতের অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সম্পদ ও আয়ের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান।

হলফনামায় দেওয়া তথ্যমতে, বিএনপির প্রার্থী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা, যা প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর তুলনায় প্রায় ২১ গুণ বেশি।

হলফনামায় শাহজাহান চৌধুরী বছরে আয় দেখিয়েছেন প্রায় ১২ লাখ টাকা। এর মধ্যে বাড়িভাড়া থেকে আয় ৬ লাখ ৯ হাজার ৬০০ টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা এবং মৎস্য খাত থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা।

তার স্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে—১৫ একর কৃষিজমি, ০.৫২ একর অকৃষিজমি, সরকার থেকে লিজপ্রাপ্ত ২০.৬৬ একর জমি, একটি বসতবাড়ি, ডেভেলপার থেকে পাওয়া ২.৫টি ফ্ল্যাট; এ ছাড়া তার কাছে রয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা নগদ এবং ব্যাংকে জমা রয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৩১১ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তিনি একটি শর্টগান, একটি রিভলভার, একটি প্রোটন জিপ গাড়ি এবং ১০ ভরি স্বর্ণের মালিক। এসব অস্থাবর সম্পদের আনুমানিক মূল্য তিনি দেখিয়েছেন প্রায় ৯০ লাখ টাকা। হলফনামা অনুযায়ী তার কোনো ঋণ বা দায় নেই। তার শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর হলফনামায় তুলনামূলকভাবে অনেক কম সম্পদ রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—একটি বসতবাড়ি ও ০.৬ একর জমি, যার আনুমানিক দাম ১৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

তিনি নগদ অর্থ না থাকার কথা উল্লেখ করলেও ব্যাংকে জমা রয়েছে—১৫ লাখ ২৪ হাজার ৩৪৯ টাকা। তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট দাম দেখানো হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ৩৪৯ টাকা।

পেশাগতভাবে শিক্ষকতা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সম্মানী বাবদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের দাম দাঁড়িয়েছে প্রায় ৫১ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ২০০৩ সাল থেকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় ২২ বছর পর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

শনিবার দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এই আসনে শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

সার্বিকভাবে হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সম্পদের পরিমাণ ও আর্থিক সক্ষমতায় বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর তুলনায় বহু গুণ এগিয়ে রয়েছেন।

এসআই

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদ গ্রেপ্তার

প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর জনস্বার্থে ওসি বদলি

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সেক্রেটারি সিরাজুল

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত

রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব শনিবার