হোম > সারা দেশ > বরিশাল

জুলাই ও ইসলামের চেতনা কাউকে ইজারা দেওয়া হয়নি: বিএনপি নেতা নাসের

বরিশাল অফিস

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার বিনষ্ট করার অংশ হিসেবে কেউ ইসলাম বিক্রি করে; কেউ জুলাইয়ের চেতনা বিক্রি করে নানাভাবে বিএনপির বিরুদ্ধে অপকর্ম চালিয়ে যাচ্ছে। জুলাই ও ইসলামের চেতনা কাউকে ইজারা দেওয়া হয়নি। জুলাই ও ইসলামের চেতনা বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আবির্ভাব ঘটেছে।

রোববার দুপুরে বরিশাল সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় রহমাতুল্লাহ আরো বলেন, বিরোধিতা করলেই বিরোধী শক্তি হওয়া যায় না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় একটি ইসলামিক দলের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। ২০১৪-১৫ সাল পর্যন্ত তারা রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু ১৫ সালের পর তাদের রাজপথে ভূমিকা ছিলো না। বিএনপির সাথে সম্মিলিত আন্দোলনে রাজপথে থাকলে ফ্যাসিবাদ এতোদিন থাকতো না।

অন্য আরেকটি ইসলামী দল আওয়ামী লীগ সরকারের আমলে বিনাবাধায় রাজপথে ছিলো। আন্দেলন সংগ্রাম করতে গিয়ে তাদের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি। বিনাবাধায় তারা ঢাকায় সমাবেশ করেছে। কিন্তু এই ইসলামিক দলটি জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে আন্দোলনে সমর্থন দিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শক্তির দাবিদার হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের বিভন্ন নির্বাচনে অংশগ্রহণ করে ফ্যাসিবাদীদের দীর্ঘায়িত করার সহযোগিতা করেছে, বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, যারা নতুন রাজনীতিতে এসেছেন, নতুন রাজনৈতিক দল করেছেন তাদের বড় হওয়ার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে; এই ঐক্য সকলের টিকিয়ে রাখা উচিত। সকলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা করে জাতীয় ঐক্য বিনষ্ট করা ঠিক নয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. জহির উদ্দীন জহির, মো. জাকির হোসেন, সুমন চৌধুরী, এম মিরাজ হোসাইন, এম সালাউদ্দীন, খোকন আহম্মেদ হীরা, অপূর্ব অপু, পারভেজ রাসেল, এনায়েত হোসেন, মো. শাওন খান, নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

লালমোহনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭

বরিশালে জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

পিরোজপুরে আ.লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াত–চরমোনাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনা নুরের

মুলাদীতে সেনা বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৮

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

যুবদল নেতার হামলায় জামায়াত কর্মী হাসপাতালে

এবার শিক্ষক সমিতি থেকেও সেই জামায়াত নেতা বহিষ্কার