হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

উপজেলা প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল “হটাও ইউনূস, বাঁচাও দেশ।”

মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে। অংশগ্রহণকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

এ ঘটনার পর রোববার সকালেই জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৯ দিন ধরে অনশনে তরুণী, পলাতক আলী

গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ৩১

মহিপুরে জাটকা নিধন রোধে ইউএনওর অভিযান

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে

মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, নেই প্রশাসনের নজরদারি

পটুয়াখালীতে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময় সভা

আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট

আমতলীতে ৯ লাখ টাকার জাটকা জব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে সাইনবোর্ড লাগিয়ে কবরস্থানের জমি দখলের অভিযোগ

শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী ১৩৪তম রাস উৎসব শুরু