শিক্ষক সংকট নিরসনসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালন করেছেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের ৭ দফার দাবির কথা তুলে ধরেন এবং দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, ১৯ বছর ধরে এসব দাবি আদায়ের লক্ষ্যে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কিন্তু এখনও কর্তৃপক্ষের টনক নরছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে ক্যাম্পাসের আন্দোলন রাজপথে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।