হোম > সারা দেশ > বরিশাল

খেলাফত মজলিসের প্রার্থীসহ দুজনের মনোনয়নপত্র বাতিল

বরিশালের তিন আসন

বরিশাল অফিস

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শুক্রবার বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ), বরিশাল-৫ (সদর) এবং বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের সই না থাকায় ও ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম এ তথ্য জানিয়েছেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বরিশাল-৫ সদর আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে সাধারণ ভোটারের এক শতাংশের সই না থাকায় সেটি বাতিল করা হয়।

একইভাবে এ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এ.কে.এম মাহবুব আলম ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ কারণে সেটিও বাতিল করা হয়েছে।

এছাড়া একই আসনে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মনোনীত প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্রের হলফ নামায় সই না থাকায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে। এ আসনে অন্যান্য প্রার্থীদের বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

এছাড়া বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবীর মনোনয়নপত্রর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়।

এছাড়া অন্যান্য প্রার্থীর বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে স্থগিত হওয়া উল্লেখিত দু ’প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।

হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ

মেঘনায় ৩০০ মণ লবণসহ ট্রলার ডুবি

ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতি আসনেই হেভিওয়েট প্রার্থী বিএনপির, আছে কোন্দলও

চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

ব্যাংকে ফয়জুল করিমের ১ হাজার টাকা থাকলেও স্ত্রীর স্বর্ণ ১৮৭ ভরি

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ