হোম > সারা দেশ > বরিশাল

মাদরাসার খাবার সাবাড়: জড়িতদের শোকজ বিএনপির

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ন.ম.ম আমজাদিয়া আলিম মাদরাসা আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থকদের দাওয়াত দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাদ দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গিয়ে অনুষ্ঠানস্থলের খাবার খেয়ে ফেলেন। এ ঘটনায় বিএনপি তাদের একজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুব কাজিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ও সদস্য সচিব মো. তুহিন মৃধা।

নোটিশে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় মাহাবুব কাজির নেতৃত্বে ৩০-৩৫ জন বিএনপি কর্মী ওই অনুষ্ঠানের খাবার খেয়ে ফেলেন। পরবর্তীতে এ ঘটনা ‘মাদরাসার খাবার সাবাড় করলেন বিএনপি নেতাকর্মীরা’ -শিরোনামে আমার দেশে এবং জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরেও আসে।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ভিপি মামুন বলেন, ‘যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিএনপিতে কোনো স্থান নেই।’

সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ‘আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। সঠিক জবাব দিতে না পারলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

জেলখানায় খালেদা জিয়ার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল

গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২০

স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

৫৫ বছরেও চিহ্নিত হয়নি স্বরূপকাঠীর অধিকাংশ বধ্যভূমি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

খোলা আকাশের নিচে ১০২ ভূমিহীন পরিবার

ভোলায় অগ্রণী ব্যাংকে দুর্নীতির ‘শাস্তি’ পদোন্নতি

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ