হোম > সারা দেশ > বরিশাল

হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

বরিশাল অফিস

গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আমার দেশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নুরের অভিযোগ, নির্বাচনি পরিবেশ বানচালের জন্য দেশি-বিদেশি অপশক্তি কাজ করছে। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কিছু সমর্থককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে আমরাও একটা নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি।

তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত না হলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। আমরা অন্যদেরও সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করছি—পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান।

তিনি বলেন, বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছেন তার দল গণঅধিকার পরিষদ। জোটের প্রার্থী হিসেবে সমঝোতার ভিত্তিতে পটুয়াখালী-৩ আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শুরু থেকেই তিনি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থন পাচ্ছেন। কিন্তু গলাচিপা উপজেলা বিএনপির আরেকটি অংশ স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে অবস্থান নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভয়ভীতি দেখাচ্ছেন। হাসান মামুনের সমর্থকরা তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। নির্বাচনি প্রচারে অংশ নেওয়া শ্রমিক অধিকারের নেতা মো. রাকিবকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সোমবার ট্রাক প্রতীকের কর্মী মোহাম্মদ চান মিয়াকে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়েছে।

নুর বলেন, সোমবার আমি নিজে আলিপুরা গিয়েছিলাম। আমি যখন গণসংযোগ করছিলাম, আমাদের উপস্থিতিতে আমাদের কর্মী চান মিয়াকে মারধর করে হাসান মামুনের লোকজন। এর আগে চরকাপলবেড়ায়ও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল। চরকাপলবেড়া ও চরবোরহানে ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে। এ ভূমিদস্যুরা হাসান মামুনের আশ্রয়ে রয়েছে। এছাড়া সোমবার রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারে গেলে হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে স্থানীয় ট্রাক প্রতীকের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তার কয়েকজন নেতাকর্মীকে ব্যাপক মারধর করা হয়।

নুরুল হক অভিযোগ করেন, ‘নির্বাচনের আগেই আমাদের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা হলে আসন্ন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা রয়েছে।

জামায়াত প্রার্থীকে ভয়েস এসএমএস পাঠিয়ে প্রাণনাশের হুমকি

ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিস

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভান্ডারিয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

বরগুনায় বহিষ্কৃত জামায়াত নেতার বিচার দাবি

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই নেতাকে বহিষ্কার করলো জামায়াত

দুর্নীতির মামলায় কারাগারে বিআরটিএর সাবেক সহকারী পরিচালক

শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারে বিএনপি জামায়াত

ভোলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ মা-ছেলে নিহত

বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০