হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিন ৫০ শয্যা হাসপাতাল: সুস্থ হতে এসে আরো অসুস্থ হন রোগীরা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন ৫০ শয্যা সরকারি হাসপাতালটি চলছে মাত্র ৭ জন ডাক্তার দিয়ে। হাসপাতালটি পুরাতন ভবন ভাঙার কারণে বর্তমানে নতুন ভবনের ১৯ শয্যা ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসলেও ডাক্তার ও বেডের অভাবে সঠিক সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ১ম শ্রেণির ৩০টি পদের মধ্যে ২২টি শূন্য। বিশেষজ্ঞ কনসালটেন্টের পদ থাকলেও বহু বছর ধরে সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া, শিশু, চক্ষু, ইএনটি ও চর্ম বিভাগে কোনো কনসালটেন্ট নেই।

মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ রায় বলেন, ‘ডিউটিতে থাকেন মাত্র ৩-৪ জন ডাক্তার। সারাদিন চিকিৎসা দেওয়ার পর পরদিন আবার আউটডোরে দায়িত্ব পালন করতে হয়। এতে আমাদের নিজেরাই অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিরুপম সরকার জানান, ‘পুরাতন ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত। জনবল ও শয্যা সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি বহুবার জানানো হলেও সমাধান হয়নি।’

ভোলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, ‘ভোলা জেলায় ৬৫ শতাংশ চিকিৎসক ও ৫২ শতাংশ নার্সের পদ শূন্য। তবে আশা করছি, এ বছর কিছু সমাধান হতে পারে।’

রোগীরা অভিযোগ করেছেন, শয্যা না থাকায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সুস্থ হওয়ার জন্য আসা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন।

দৌলতখানে জামায়াতের নেতাকর্মীর ওপর বিএনপির হামলা, আহত ২০

জেলখানায় খালেদা জিয়ার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল

গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২০

স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

৫৫ বছরেও চিহ্নিত হয়নি স্বরূপকাঠীর অধিকাংশ বধ্যভূমি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

খোলা আকাশের নিচে ১০২ ভূমিহীন পরিবার

ভোলায় অগ্রণী ব্যাংকে দুর্নীতির ‘শাস্তি’ পদোন্নতি