হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংস্কারকাজে ধীরগতি ভোগান্তিতে যাত্রীরা

এম হাসান, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজ চলছে দীর্ঘদিন ধরে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আমতলী বিশ্বরোড এলাকা থেকে তোলা। আমার দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী বিশ্বরোড সংস্কার করা হচ্ছে। কাজের ধীরগতিতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হয়। মাত্র দেড় কিলোমিটার রাস্তা ঠিক করতে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও অর্ধেক কাজও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের এই আমতলী অংশের অনেকটা অংশ ভেঙে যায়। যার কারণে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়। মহাসড়কের সংস্কারের প্রয়োজনে প্রায় ২০ কোটি টাকার নির্মাণকাজের দায়িত্ব নেয় ‘হক এন্টারপ্রাইজ’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান । কিন্তু প্রথম ধাপে কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও অর্ধেক কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে সময় বর্ধিত করে পুনরায় কাজ শুরু হলেও শুধু যানজট আর ভোগান্তি বাড়ছে, তবে কাজের গতি সঠিকভাবে এগোচ্ছে না ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও আস্তে আস্তে যানজট বাড়তে থাকে। বিকাল থেকে ভোগান্তি বাড়ে। সন্ধ্যা ও রাতে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।

এছাড়া কুমিল্লার অভ্যন্তরীণ রাস্তার যাত্রীরাও এ সড়ক ব্যবহার করে। বুড়িচং, চান্দিনা, হোমনা, তিতাস, দাউদকান্দি, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সব যান চলাচলের একমাত্র রাস্তা এটি। যার ফলে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় হয় তাদের।

কুমিল্লা-কোম্পানিগঞ্জ সড়কের বাসচালক আলাউদ্দিন বলেন, রাস্তা খারাপ হওয়ার পর সংস্কার কাজ শুরু হয়। কিন্তু সংস্কারের নামে যে এ ধরনের ভোগান্তিতে পড়তে হবে, তা বুঝতে পারিনি। যাত্রীরা তো দুয়েকবার ভোগান্তি পোহায়, কিন্তু আমরা বারবার এই যানজটে পড়ে খুবই বিরক্ত। প্রশাসনের উচিত রাস্তাটি দ্রুত সংস্কার করে আমাদের যানজট থেকে মুক্তি দেওয়া।

চট্টগ্রাম থেকে ট্রাক চালিয়ে ঢাকা যাচ্ছিলেন চালক রফিকুল ইসলাম। তিনি বলেন, আজকে তো একটু বিকালের আগেই চলে আসছি, তাই জ্যাম একটু কম পেয়েছি। তবে রাত হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা এ সমস্যার সমাধান চাই।

আমতলী বিশ্বরোড এলাকার স্থানীয় মো. সাহাব উদ্দিন বলেন, শুনেছি ঠিকাদারের কাজের মেয়াদ একবার শেষ হয়েছে। আবার সময় বাড়ানো হয়েছে। বারবার সময় বাড়ানোর পরও কাজ শেষ হচ্ছে না। অন্যদিকে আমাদের ভোগান্তি বাড়ছে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, বিশ্বরোড আমতলী ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কার কাজ চলমান রয়েছে। যার কারণে চালকরা ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন। সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম খাঁন আমার দেশকে বলেন, দেড় কিলোমিটার সংস্কার কাজের জন্য জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২৪ ঘণ্টা পুলিশ দিয়ে যানজট নিরসন করতে হচ্ছে। সন্ধ্যায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এরপর সারা রাত যানজট লেগেই থাকে আমতলী বিশ্বরোড এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী কর্মকর্তা খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা দ্রুতগতিতে কাজ করার জন্য ঠিকাদারকে বলেছি। মহাসড়কে গাড়ির প্রচুর চাপ এজন্য কাজ করতে সমস্যা হচ্ছে। আশা করছি জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে পারবে তারা ।

ঝুঁকিপূর্ণ কুমিরা ঘাটের মায়া ছাড়তে পারছে না বিআইডব্লিউটিসি

কাজে আসছে না ৪৬ কোটি টাকার হালদা রক্ষা প্রকল্প

বাবাকে মারধরের অভিযোগ গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর বিরুদ্ধে

ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছে একটি দল: মানিক

আমার দেশে সংবাদ প্রকাশের পর সেই এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বদলি

রেলওয়ের জায়গা থেকে ১০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে চার মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

ঠান্ডাজনিত রোগে চমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি ৬২, মৃত্যু ২

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, মূল অভিযুক্ত গ্রেপ্তার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে