ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নাদের চৌধুরী, সহ-সভাপতি হিসেবে মীর হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়েজিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
বর্তামান জেলা সভাপতি আলী আহমদ ফোরকানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী।
সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২৬ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন।