মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীগুলির ব্যাপক সংঘর্ষের ঘটনায় ছোড়া গুলিতে টেকনাফে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
রোববার (১০ জানুয়ারি) ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধসহ গাড়ি ভাংচুর করে। বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা বাহিনী, র্যাব,নৌ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী,জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, স্থানীয় চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ৩৭ জন সদস্যকে বিজিবি পুলিশ হেফাজতে নিয়েছে।