হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পাহাড় দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১৩

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে গোলাম গফুর গ্রুপের নেতৃত্বে ছলিমপুর, ফৌজদারহাট, আল মদিনা, সিডিএ, ফকিরহাট, বাংলাবাজার, শেরশাহ এলাকার শতাধিক অস্ত্রধারী জঙ্গল ছলিমপুর আলীনগর দখল করতে যান। এ সময় আলীনগর দখলে রাখা ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধে এগিয়ে আসেন। এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ও বিকেলে আরও কয়েক দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮) ও শামীম (২৯)।

স্থানীয়রা আরও জানান, নিহত ও গুলিবিদ্ধদের বাহিরেও গফুর গ্রুপের একাধিক সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার) লাবিব আবদুল্লাহ বলেন, দু’গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ১৩ জন গুলিবিদ্ধের নাম নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের