হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছোটো মেয়ের পর এবার মারা গেলেন বড় মেয়ে

বিএনপি নেতার তালাবদ্ধ ঘরে আগুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘর তালাবদ্ধ করে আগুন দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। বুধবার রাতে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন থাকা সালমা আক্তার স্মৃতি মারা যায়। এরআগে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছোট মেয়ে আয়েশা আক্তার (৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়।

অভিযোগ রয়েছে ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়৷ এতে আগুনে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্য বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এরমধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ শরীর দগ্ধ হয়৷ বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে৷ নিহতদের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।

১৩০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২ পাচারকারী

সড়ক বিভাজকের ওপর বাস, আহত বিএনপির ৩২ নেতাকর্মী

তারেক রহমানের গণসংবর্ধনায় চট্টগ্রামের এক লাখ নেতাকর্মী

কাপ্তাই হ্রদের পানি না কমায় ১৩ হাজার কৃষক বিপাকে

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল-বাধাগ্রস্ত করা যেন না হয়

ধরাছোঁয়ার বাইরে শ্রমিকলীগ নেতা বালু আব্বাস

চার কর্মকর্তার অর্ধ কোটি টাকা ঘুস কারবার

রাতভর মাইকের শব্দে অতিষ্ঠ নগরবাসী, ঘুমে চট্টগ্রামের প্রশাসন

মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা