ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
রোববার স্থানীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়টি জানা গেছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাকে নির্বাচিত করা হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ উস্তাজুল উলামা কাজী মহিউদ্দিন মোল্লা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কাজী মহিউদ্দিন মোল্লা বলেন, আমাদের মাদরাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদরাসা শিক্ষক-শিক্ষকা, আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।