হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বৈরাচারের দোসর আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের আবেদন

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

জুলাই ২০২৪-এর গণহত্যায় জড়িত ও মামলার এজাহারভুক্ত আসামি স্বৈরাচারের দোসর হাটহাজারী সংসদীয় আসনের সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম পুলিশ সুপার বরাবরে কুমিল্লা জেলার লাকসাম থানার মো. ওমর ফারুক (বর্তমানে নগরীর চকবাজার এলাকার বাসিন্দা) নামের এক ব্যক্তি চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর এ আবেদন করেন।

আবেদন সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ হাটহাজারী পৌরসভার অর্ন্তগত হাটহাজারী বাসস্ট্যান্ড গোল চত্বরেস্বৈরাচারী শাসনের প্রত্যক্ষ মদদে এবং নির্দেশে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও গুলি চালানো হয়। উক্ত ঘটনায় হাটহাজারী মডেল থানায় ২ অক্টোবর ২৪ একটি মামলা দায়ের করা হয়েছিলো। উক্ত মামলার ১ নং আসামি সাবেক এমপি আনিসুল ইসলাম মাহামুদ (৬০) স্বৈরাচারী সরকারের একজন সক্রিয় দোসর হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। তিনি এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও উক্ত ব্যক্তি এখনো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পলাতক থেকেও উক্ত আসামি এবং তার ক্যাডার বাহিনী জুলাই হত্যার মামলা দায়েরকারীদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়, তিনি হাটহাজারী এলাকায় চলাফেরা করছেন। যা নিহতের পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করছে। একটি স্বাধীন ও বৈষম্যহীন রাষ্ট্রে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে এটা কোনোভাবেই কাম্য নয়। এই আসামির গ্রেপ্তার কেবল আমাদের পরিবারের দাবি নয় বরং এটি জুলাই বিপ্লবের সকল শহীদের রক্তের দাবি বলেও উল্লেখ করা হয়।

এছাড়াও অভিযুক্ত আনিসুল ইসলাম মাহমুদ ডবলমুরিং থানার মামলা নং ১৫(০৯) ২০২৪, হাটহাজারি থানার মামলা নং ২ (১১) ২০২৪, কোতোয়ালি থানার মামলা নং ১২ (১১) ২০২৪ নং মামালার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার রাতে আবেদনকারী মো ওমর ফারুক গণমাধ্যমকে জানান, জাতির বৃহত্তর স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে উক্ত এজাহারভুক্ত খুনি ও স্বৈরাচারের দোসরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে আবেদন করছি এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবরে আবেদনটির অনুলিপি প্রেরণ করেছেন বলেও জানান তিনি।

সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবো না : হাসনাত আব্দুল্লাহ

ফেনীর জামাতা হলেন ডাকসু জিএস ফরহাদ

মনোনয়নপত্র সংগ্রহ, ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন আলোচিত রুমিন ফারহানা

গণমাধ্যমে হামলা করে কখনো কণ্ঠরোধ করা যাবে না: নাসির উদ্দিন

নীরবে জামিন পাচ্ছেন ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র

ঢাকার বুকে থাকবেন কক্সবাজার বিএনপির ২০ হাজার নেতাকর্মী

কুমিল্লায় ১১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

উখিয়ায় যুবকের ঘুষির আঘাতে বৃদ্ধের মৃত্যু

বসতঘরে আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর বিএনপির নেতার মামলা

নোয়াখালী থেকে ঢাকায় যাবেন বিএনপির লক্ষাধিক নেতাকর্মী