হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার সীমানায় ঢুকায় ১২২ জেলে ও ১৯ বোট আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অপহরণ থেকে রক্ষা করতে এবার নিজেরাই সাগরে ১২২ জেলেকে ধরে উপকূলে নিয়ে এসেছে কোস্ট গার্ড। আইন অমান্য করে মিয়ানমারের পানি সীমায় মাছ ধরার সময় ওই জেলে ও তাদের ১৯টি ফিশিং বোট আটক করে নিয়ে আসা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন। আটদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন। কোস্ট গার্ডের দাবি, আরাকান আর্মির হাতে ধরা পড়ার আগেই এ সকল বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেদের নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, কোস্ট গার্ড জানতে পারে-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ পানি সীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। ওই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-০৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

তার দেয়া তথ্য মতে, অভিযান চলাকালীন মাছ ধরতে অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ পানি সীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমার পানি সীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা থাকার পর কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটগুলোর মিয়ানমার ও বাংলাদেশের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত বেড়ে গেছে। যাতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।

সূত্রমতে, সর্বশেষ ছয় দিনের টানা প্রথম পাঁচদিনে ৫১ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। যাদের একজনকেও এখনও ফেরত দেয়নি।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের