হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপত্তাপ্রহরীরা সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘনের সুযোগ নেই

উখিয়ায় উপদেষ্টা আদিলুর

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় বাস্তবায়নাধীন ‘বৃষ্টির পানি সংরক্ষণাগার’ প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আমার দেশ

বাংলাদেশের নিরাপত্তাপ্রহরীরা সদা সতর্ক থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় বাস্তবায়নাধীন ‘বৃষ্টির পানি সংরক্ষণাগার’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তাপ্রহরীরা সদা সতর্ক থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারে না।’

তিনি বলেন, উখিয়া ও টেকনাফ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়া এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট বিরাজ করছে। এই বাস্তবতায় বৃষ্টির পানি সংরক্ষণাগার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর, টেকসই ও পরিবেশবান্ধব সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির আওতায় বর্ষা মৌসুমে সংগৃহীত বৃষ্টির পানি বিশেষভাবে নির্মিত সংরক্ষণাগারে জমা রাখা হবে। পরে আধুনিক পরিশোধন ব্যবস্থার মাধ্যমে সেই পানি সারা বছর স্থানীয় জনগণের ব্যবহার উপযোগী করে তোলা হবে। এর ফলে একদিকে নিরাপদ পানির সহজ প্রাপ্যতা নিশ্চিত হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

পরিদর্শনকালে উপদেষ্টা জানান, প্রকল্পটির দুই থেকে তিনটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট কাটার ঘোষণা বিএনপি নেতার

যে কারণে হামলার শিকার দুই জুলাইযোদ্ধা

জোটে যোগ না দেওয়ার জন্য জামায়াতকে দায়ী করলেন চরমোনাইয়ের নেতারা

কৃষিজমির মাটি কাটায় তিন লাখ টাকা জরিমানা, ৪ ট্রাক জব্দ

মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী

আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে ধমকালেন রুমিন ফারহানা

রায়পুরে উর্বর কৃষিজমি পরিণত হচ্ছে জলাশয়ে

সিএমপির ‘ওয়ান্টেড তালিকা’ প্রকাশ, নগরীতে নিষিদ্ধ যারা

কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে জেসিআই ঢাকা ইউনাইটেড

নিয়মিত নামাজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী