হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমি মামলা করি না ডাইরেক্ট ওয়ারেন্ট করি, বিএনপি নেতা

কুমিল্লা প্রতিনিধি

আমি মামলা করিনা, ডাইরেক্ট ওয়ারেন্ট করি বলে একজন সাধারণ ভোটারকে হুমকি দিয়েছেন বিএনপি নেতা । হুমকিদাতা বিএনপি নেতা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী ।

হুমকির শিকার হওয়া ব্যক্তি বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন ইন্দ্রবতী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া। হুমকির ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড আসে আমার দেশের কাছে ।

অডিওতে বিএনপি নেতা আবুল কাশেম কে বলতে শোনা যায়, আমিতো মামলা করি না, আমি তো ডাইরেক ওয়ারেন্ট করি । তরে আমি ধরে নিয়ে আসবো। তুই অপেক্ষায় থাক । এলাকায় থাকতে হলে আমার কাজ করতে হবে।

ভুক্তভোগী সোহেল মিয়া দৈনিক আমার দেশকে বলেন, বিএনপি নেতা কাশেম আমাকে তার সাথে নির্বাচনি ওয়ার্ক করার জন্য ধমক দিচ্ছে । তার সাথে নির্বাচনের কাজ না করলে আমার নামে ১০-১২টি মামলা দিবে বলে হুমকি দিচ্ছে । সে আমাকে বলে জসিম ভাইয়ের ওয়ার্ক করার জন্য । আমি খুব আতঙ্কে আছি তার বাড়ির কাছে আমার দুটি বড় পুকুর আছে, সেই পুকুরে আমি মাছ চাষ করি । তারা এমপি না হতেই এগুলো শুরু করে দিয়েছে, হলে কি হবে আল্লাহই জানে ।‌

আমিতো মামলা করি না, আমি তো ডাইরেক ওয়ারেন্ট করি; এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী দৈনিক আমার দেশকে বলেন, আমরা কেউ জসিম ভাইয়ের বাইরে নয়। আমার বিরুদ্ধে চক্রান্ত করে এগুলো করা হচ্ছে । আমি তাকে সিরিয়াসলি এগুলো বলিনি। সোহেল কি নেতা নাকি, যে ওকে আমি ধমক দেবো ।

এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, আমার কাছে অডিওটি পাঠান । আমি শুনে তারপর প্রয়োজনে ব্যবস্থা নেব । সাধারণ ভোটারদের সাথে এ ধরনের আচরণ কাম্য নয় ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দৈনিক আমার দেশকে বলেন, এই ধরনের কথা একজন বিএনপি নেতা বলতে পারেনা । সে সাংগঠনিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে । আমি অডিও শুনে ব্যবস্থা নিচ্ছি ।

হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফেলের বাসায় আগুন

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার: চাঁদপুরের ডিসি

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

সীমান্তে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

সন্ত্রাস নির্মূলে ‘চরম পন্থা’ অবলম্বনেও পিছপা হবে না পুলিশ: সিএমপি কমিশনার

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা ফেলে পালিয়ে গেলো পাচারকারী