হোম > সারা দেশ > চট্টগ্রাম

নড়াইলে পাঁচ ডাকাতের যাবজ্জীবন করাদণ্ড

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে ডাকাতির সময় হত্যার দায়ে পাঁচ ডাকাতের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে পাঁচমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে চার জন পলাতক রয়েছেন। এছাড়া এ মামলার অন্য তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহিন মুন্সী, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা, নড়াইল পৌরসভার ভওয়াখালীর লাল মিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল, সলেমানের ছেলে সেলিম এবং মাগুরা সদরের তেজা মোল্যার ছেলে তেজারত। তেজারত বাদে দণ্ডপ্রাপ্ত অন্যরা পলাতক রয়েছেন। ১৯৯৮ সালে ২৪ জুন আসামিরা ভওয়াখালী এলাকায় ডাকাতির সময় বাড়ির মালিক নির্মল পোদ্দারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে পলি পোদ্দার সদর থানায় অজ্ঞাত অসামিদের বিরুদ্ধে ডাকাতি-হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্ত করে ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এ মামলায় কারাভোগের এক পর্যায়ে আসামি শাহিন, নজরুল, বাবুল, সেলিম জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। দীর্ঘ বিচারিক প্রকৃয়ায় পাঁচ জনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়া মঙ্গলবার রায়ের ধার্য দিনে আসামিদের উল্লখিত সাজা দিয়ে অন্য তিনজনকে খালাস দেয়া হয়েছে।

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়