হোম > সারা দেশ > চট্টগ্রাম

বড় সাজ্জাদের ‘ডানহাত’ শীর্ষ সন্ত্রাসী বুইশশা অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম ডানহাত হিসেবে পরিচিত শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার রাত ৯টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। মোটরসাইকেলে আসা এক যুবককে সন্দেহজনক মনে হলে থামাতে সংকেত দেওয়া হয়। ওই সময় তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করছিল। তার আগেই তাকে ধরে ফেলে র‍্যাব।

র‌্যাব জানায়, বুইশশা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র প্রদর্শন এবং প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার কাজে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে বুইশশাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যান। নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে চলাফেরা করতেন তিনি। সর্বশেষ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সফলভাবে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বড় সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসী গ্রুপ নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত। বিশেষ করে নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। বুইশশা এই গ্রুপের ‘ফিল্ড অপারেশন’ দেখভাল করতেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র আইন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রুপটির অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুইশশা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৭।

চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ঘটনায় আতঙ্ক বাড়ার প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ আ.লীগের হামলা

নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শহীদ হাদির পর কার নাম আসবে জানি না: রুমিন ফারহানা

কক্সবাজারে শহীদ মিনারে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

উখিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাহাড়ি ঢালুতে কৃষিকাজ করতে গিয়ে অপহরণের শিকার যুবক, পালিয়ে এলেন বৃদ্ধ

সামাজিক মাধ্যমে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ভুয়া ভিডিও

রাউজানে ঝোপে মিলল নৈশপ্রহরীর লাশ