হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং, পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং করেছে! একই সাথে ‘কোনো হৃদয়বান ব্যক্তি’ তার সন্ধান দিতে পারলে ওই ব্যক্তির জন্য আকর্ষণীয় পুরস্কারও ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজার শহরে এই মাইকিং করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকায় লকডাউন কর্মসূচিকে ঘিরে কক্সবাজার শহরে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান কর্মসূচি চলাকালে মাইকে ওই ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রচার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্র শিবিরের অবস্থান কর্মসূচি চলাকালে তাদের এক কর্মী হ্যান্ডমাইকে বারবার ‘হারানো বিজ্ঞপ্তি’টি ঘোষণা করছিলেন।

ওই হারানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি! একটি হারানো বিজ্ঞপ্তি!! গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে একজন সত্তর বছরের আপা হারিয়ে গেছে। একটি হারানো বিজ্ঞপ্তি! গত চব্বিশ সালের পাঁচই আগস্ট সত্তর বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই দাদির খোঁজ পেয়ে থাকেন, তাহলে সরকার-প্রধান বরাবর যোগাযোগ করবেন।’

ঘোষণায় আরও বলা হয়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি! দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সত্তর বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে। ওই দাদির নাম হাসিনা আপা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আপার সন্ধান পান, তাহলে আমাদের বরাবর যোগাযোগ করতে পারবেন। সন্ধানদাতা ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।’

এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তরুণেরা বাংলাদেশকে নেতৃত্বে দেবে: চাকসু ভিপি

ফেনীতে সড়ক অবরোধ ও রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

জাল কাগজে শতকোটি টাকার অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে স্থগিতাদেশ

এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

চট্টগ্রামে আ.লীগের লকডাউনে সাড়া নেই, জনজীবন স্বাভাবিক

চট্টগ্রামের মোড়ে মোড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা, শোডাউনে শিবির

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

মিন্টু ও মানিকের জমজমাট লড়াইয়ের আভাস

নাশকতার ছক কষা হয় নওফেলের বাড়িতে