হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার: শিবির সেক্রেটারি

প্রতিনিধি, চবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার। রাষ্ট্র তাদের সমানাধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কর্তৃক আয়োজিত একটি ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “মাদ্রাসায় পড়া শিক্ষার্থীদের জন্য সরকার প্রতিবছর মাথাপিছু ১০ হাজার টাকা খরচ করে। অন্যদিকে, স্কুলে পড়লে খরচ হয় ২৫ হাজার টাকা এবং ক্যাডেট কলেজে পড়লে ১ লাখ ৩৫ হাজার টাকা। মাদ্রাসার শিক্ষার্থীরা স্পষ্ট বৈষম্যের শিকার।”

তিনি বলেন, এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে এবং রাষ্ট্রের সংবিধান যে অধিকার দিয়েছে, সেগুলো বুঝে নিতে হবে। এই প্রজন্ম, অর্থাৎ ‘জেন-জি’, তা বুঝে নেবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সাদ্দাম বলেন, দেশের আয়ের বৈষম্য এতটাই ভয়াবহ যে তা কল্পনাও করা যায় না। আয়ের বৈষম্যের দিক থেকে বিশ্বে আমরা প্রায় ১৪০-১৫০তম অবস্থানে আছি। দেশের মোট সম্পদের ৮০ শতাংশই মাত্র ৫ শতাংশ মানুষের হাতে বন্দী। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের এস আলম একাই ১২টি ব্যাংক লুট করছেন।

তিনি আরও বলেন, “মানুষের আমানত তার আত্মীয়-স্বজনের নামে একের পর এক ইন্ডাস্ট্রি খুলে গিলে নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আগে ডাকাতি করতে বন্দুক নিয়ে যেতে হতো, এখন শুধু ব্যাংক খুললেই হয়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এই নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের টি-শার্ট, বই, প্যাড ও ওয়ালমেট উপহার দেওয়া হয়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক আশিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমেন এবং ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার