হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.৫৭ শতাংশ

চট্টগ্রাম ব্যুরো

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানা যায়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২.৫৭ শতাংশ। মোট জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

তিনি জানান, চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ, জেলায় ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫.৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬.৩৮ শতাংশ। কক্সবাজারে পাসের হার ৪৫.৩৯ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এ বছর পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ, আর ছাত্রীদের ৫৫.৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৮.৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৩০ শতাংশ, আর মানবিক বিভাগে সবচেয়ে কম ৩৭.০৮ শতাংশ।

বোর্ড কর্মকর্তারা জানান, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ–৫ অর্জন উভয়ই কিছুটা কমেছে। ইংরেজি, যুক্তিবিদ্যা ও আইসিটি বিষয়ে ফল খারাপ হওয়ায় পাসের হার কমেছে।

তারা আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশে মেধার সঠিক মূল্যায়নের জন্য ওভার মার্কিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর স্থগিত কিছু পরীক্ষাও সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার