চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা ছেয়েছেন।
ছাইফুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে লাইভ এবং টেক্সট থেকে এ সহযোগিতা কামনা করেন।
তিনি উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী একজন প্রার্থী প্রতি ভোটারের পেছনে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। সে হিসেবে চট্টগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যার আলোকে তার সর্বোচ্চ অনুমোদিত নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে।
অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, আইনের বাইরে গিয়ে তিনি কোনো ধরনের নির্বাচনী ব্যয় করতে চান না। ভোটারদের সঙ্গে যোগাযোগ, প্রচার ও গণসংযোগ কার্যক্রম পরিচালনায় প্রচুর ব্যয় প্রয়োজন হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী তাকে নৈতিক ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। যারা বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচারে সহযোগিতা করতে চান, তারা এতে অংশ নিতে পারেন।
নির্বাচনী কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা হবে জানিয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি লিখেছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে আমার নির্বাচনী প্রচার ও গণসংযোগ এ আর্থিকভাবে সহযোগিতা করার ইচ্ছে পোষণ করেছেন, আপনারা যারা আমাকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ সহযোগিতা করতে চান তারা আমাকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ এ সহযোগিতা করতে পারেন।
তিনি নিজের সোনালী ব্যাংক মিরসরাই শাখার হিসাব নাম্বার এবং ব্যক্তিগত বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার দিয়েছেন। তিনি লেনদেন প্রতি মুহূর্তে আপডেট জানাবেন বলে উল্লেখ করেছেন। ৪দিন আগের পোস্টটি নেটিজেনদের দৃষ্টিগোচর হলে আলোচনায় আসে।