চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে ইমাম হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে নগরের পতেঙ্গা এলাকা থেকে পিচ্চি আকাশকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারার মধ্যেই পালিয়ে যায় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। সে আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকত।
ঘটনার দিন হাসপাতালে দায়িত্বে থাকা বন্দর থানার পুলিশ সদস্যদের ওপর এক পুরুষ ও দুই নারী হামলা চালায়। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, চট্টগ্রাম মেডিক্যালে পুলিশ পাহারা থেকে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চীনা নাগরিককে ছুরিকাঘাত করা পিচ্চি আকাশকেও পতেঙ্গা থেকে ধরা হয়েছে। ইমাম হোসেন আকাশ বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় ছিনতাইয়ের সময় চীনা নাগরিককে ছুরিকাঘাত করেছিল এবং সে সময় নিজেও আহত হয়।